সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৪ বস্তা চিনি জব্দ সহ দুই চোরাকারবারি আটক করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ) কিম্মত আলী মীর সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩১মার্চ রোববার সন্ধ্যায় ০৫.৫০ মিনিটে এ উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগর গ্রামের উত্তর পাড়া সাকিনস্থ মহিষখলা টু কলমাকান্দাগামী পাকা রাস্তার উপর থেকে ০২ টি ব্যাটারী চালিত অটোরিক্সা সহ চিনি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী জেলার মোঃ নাছিম উদ্দিন (২৪) গ্রাম-চারকুরিয়াডহর, থানা- সুষন দূর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, মোঃ ইমরান হোসেন (২১) গ্রামঃ নবাবপুর, থানাঃ মধ্যনগর, জেলাঃ সুনামগঞ্জ নামে ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ১৪ বস্তা (প্রতি বস্তার ওজন ৫০ কেজি) সর্বমোট = ৭০০ কেজি ভারতীয় চিনি, যাহার আনুমানি মূল্য-৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। এ বিষয়ে ওসি মোঃ এমরান হোসেন বলেন, পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোফর্দ করা হয়েছে