
আসন্ন ঈদ উল ফিতরের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করলো নাওজোড় হাইওয়ে থানা পুলিশ।

সোমবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওন এর সার্কেল এসপি আহাম্মেদ রাজিউর রহমান , আরো উপস্থিত ছিলেন নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন , গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ফুটপাতের অস্থায়ী দোকান উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইওয়ে পুলিশের সার্কেল এসপি আহাম্মেদ রাজিউর রহমান জানান , ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযান প্রক্রিয়া এটি একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়ার মাধ্যম। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের ফুটপাতকে দখল মুক্ত রাখতে এমন উচ্ছেদ অভিযান বছর জুড়েই চলে। মহাসড়ককে দখল মুক্ত রাখতে সার্বক্ষণিক আমরা তৎপর রয়েছি। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর কে কেন্দ্র করে মহাসড়কে যানজট কমানোর লক্ষ্যে আমাদের এই অভিযান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক সম্পন্ন ফাঁকা করে যানবাহন চলাচলের উপযোগী করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে ফুটপাথ ও মহাসড়ক দখল মুক্ত করা হয়েছে। পরবর্তীতে তারা যদি আবার দখল করার চেষ্টা করে,তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উক্ত কর্মকর্তা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুত্রে যানাগেছে,এবার মহাসড়ক থাকবে শতভাগ যানজট মুক্ত।ফলে ঈদ যাত্রা হবে সবার জন্য স্বস্তিদায়ক।










