
পঞ্চগড় ক্রাইম সাংবাদিক মোখলেছুর রহমান চৌধূরী।
পঞ্চগড়ের বোদা আঁট নং বোদা ইউনিয়ন পরিষদের চেয়্যার ম্যান জনাব অখিল চন্দ্র (শিষা) বাবু বিগত দুই বছরে ইউনিয়ন বাসীকে সার্বিক সহযোগিতা ও মডেল একটি ইউনিয়ন উপহার দিয়েছেন।যেমন বরস্ক ভাতা,বিধবা ভাতা,স্বামী পরিত্যাক্তা ভাতা,পঙ্গু ভাতা,মাতৃ ভাতা, ও ভিজিডি,ভিজি এফ ,দশ টাকার রেশন চাল,টিসিবি অসহায় মানুষের দাড়ে দাড়ে নিজ হাতে পৌছে দেন। মাদক দ্রব্য পানাহার,চোরা চালান,জুয়া বোর্ড,কেচিনো সহ যাবতীয় অপরাপ শক্ত হাতে দমন করেন।পঞ্চগড়ের আইডল মেঘে ঢাকা সূর্য এই সেই চেয়্যার ম্যান অখিল চন্দ্র ঘোষ (শিষা) সমগ্র পঞ্চগড় বাসীর মনে ভরসার জায়গা করে নিয়েছে জানান পঞ্চগড় বাসী।।
ভিউ: ৩২২










