
৩১/৩/২৪ অনু মানিক ২ টায় খুলনা চালনা মহাসড়কে কাতিয়ানাংলা, খড়িয়া মাঝামাঝি দোয়ানের গেটের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে, মটর সাইকেল ও ইট বোঝাই আলম সাধুর মুখোমুখি সংঘর্ষ হয়,এতে মটর সাইকেল এর হাইড্রোলিক ভেঙে দুমড়ে মুছে যায়, মোটরসাইকেল ড্রাইভারের লাভ দিয়ে নিজেকে সেভ করে এতে আলম সাধুর ড্রাইভারের মাথা ফেটে যায় এবং গাড়ি উল্টে রাস্তায় ইট পড়ার কারণে, রাস্তা জেম লেগে যায়, এলাকা প্রচুর ব্যস্ততম ওই মহাসড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো প্রাণ, কিন্তু চালকদের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে, এ মহাসড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ, প্রায় দিনই এই মহাসড়কে কোননা কোন দুর্ঘটনার কথা শোনা যায়।
কিছুদিন আগে রুপম নামে একজন প্রাই ভেটের সাথে এক্সিডেন্টে মৃত্যু হয়েছিল।
কিছুদিন পরপরই এখানে সড়ক দুর্ঘটনা হয়, অধিকাংশ সময়ই জানা যায় যে বেপরোয়া গতিই সড়ক দুর্ঘটনার কারণ, আমাদের এই নিত্য দিনের ব্যস্ততাই যেন হয়ে উঠছে আমাদের মৃত্যুর কারণ।, অল্প কিছু সময় বাঁচানোর তাগিদে আমরা যেন প্রতিনিয়তই হারিয়ে ফেলছি তাজা প্রাণ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বপ্রথম সচেতন হতে হবে আমাদের,
একমাত্র আমাদের সচেতনতাই হতে পারে কোন এক মায়ের কোল খালি হওয়া থেকে রক্ষা।
আসুন সকলে মিলে সচেতন হই ট্রাফিক আইন মেনে চলি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি সাবধানে গাড়ী চালাই ও নিজ পরিবারকে সুস্থ রাখি।










