
অদ্য ( ২৮ মার্চ, ২৪) বৃহস্পতিবার ডাকসুর ক্যাফেটেরিয়ায় ঢাকা ইউনিভার্সিটি ষ্টুডেন্ট এসোসিয়েশন অফ আলমডাঙ্গা (ডুসা) কর্তৃক গত শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত আলমডাঙ্গার ছাত্রদের নবীন বরণ ও ইফতার মাহফিল -২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এডি. ডিআইজি আবু জাফর, ইঞ্জিনিয়ার কাওসার আলী, সামাজিক সংগঠক খোঃ হাবিবুল করিম চনচল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ লুৎফর রহমান, ডুসার প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী জোয়ার্দার ও ডুসা’র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল কুদ্দুস শিপন। এছাড়াও বক্তব্য রাখেন ডুসাক এর সভাপতি ও ডুসা’র সভাপতি জীবন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডুসা’র সম্পাদক মোঃ মোমিন সাগর।
অনুষ্ঠানের শুরুতে ক্রেষ্ট দিয়ে ৬জন নবীন ছাত্রকে বরণ করা হয় ও ডুসা’র সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদককে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এডি. ডিআইজি আবু জাফর ও ইঞ্জিনিয়ার কাওসার আলী সংগঠনের ব্যাপ্তি ও কার্যক্রম বৃদ্ধি ও সকলকে সংগঠনের জন্য কাজ করে ভবিষ্যত প্রজন্মের ছেলেমেয়েরা যেন বেশী বেশী ভর্তি হওয়ার সুযোগ পায় সে ব্যাপারে কার্যকর কর্মসূচী গ্রহণে উদ্বুদ্ধ করেন। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রুহুল কুদ্দুস শিপন সংগঠনের কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে এবং ডুসা’র কর্মসূচী বাস্তবায়নে নানানভাবে সহযোগিতা করার জন্য এলাকার বিশিষ্টজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার ও রাতের খাবার পরিবেশনার শেষে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার এক রুমে একসাথে আলমডাঙ্গার কয়েকজন গুনী মানুষ ও একঝাঁক মেধাবী ছাত্রদের এ আয়োজন দেখে আমি মুগ্ধ, এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। ডুসা’র উত্তরোত্তর সফলতা ও ডুসা’র সকল সদস্যদের স্বপ্নের নাও কাঙ্খিত গন্তব্যে পৌছাবে সেই প্রত্যাশা রইল।










