
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে সাংবাদিক জামাল মেম্বারের বাড়িতে হামলাও ভাংচুর মামলা সহ একাধিক মামলার পলাতক দুই আসামীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল ২৩ মার্চ রবিবার ভোর রাতে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ ওসমান গণির নির্দেশে এস আই সুদর্শনও এস আই ফয়সালের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসময় পুলিশ সাংবাদিক জামাল মেম্বারের বাড়িতে হামলাও ভাংচুর মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী রঙ্গীখালী লামার পাড়া এলাকার লেড়াইয়া ডাকাতে অন্যতম সহ যোগী ইসমাঈল হাজীর ছেলে ইলিয়াস (৩০কে আটক করতে সক্ষমহয়। তাকে ডাকাত রফিক হত্যা মামলাও সাংবাদিক জামাল মেম্বারের বাড়িতে ভাংচুর মামলায় আটক দেখানো হয়।যার মামলা নং২০/৫৭ ও ৪৫/৮৭২.
এদিকে চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ ডাকাত সদস্যদের আটক করায় টেকনাফ থানা পুলিশের অভিযান কে সাধুবাদ জানিয়েছেনএলাকাবাসী।এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ উসমান গণি বলেছেেন সন্ত্রাসীরা কারো আপন হতে পারেনা,তারা যতই শক্িশালী হোকনা কেন তাদের কে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, বিগত ১৩ ই ডিসেম্বর সকাল ১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে উলুচামরী কোনার পাড়া এলাকাথেকে দীর্ঘ ২/৩ কিলোমিটার পথ পাড়িদিয়ে অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হইয়া২০/৩০ জনের একদল সন্ত্রাসী হ্নীলা ৫ নং ওয়ার্ড নাটমুরাপাড়াস্থ সাবেক মেম্বার সাংবাদিক জামালউদ্দিনের মেইন রোর্ডের বাসভবনে তাকে হত্যার উদ্দেশ্যে হামলাও ভাংচুর চালায় এঘটনায় সাংবাদিক জামাল মেম্বার বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।










