
জাহিদ হাসান রিপোর্টার: কেউ কেউ শ্যালো ইঞ্জিন দিয়ে বিকল্প সেচের ব্যবস্থা করেছেন।দেশের বৃহত্তম গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের সব কটি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা কেউ কেউ আবার বিকল্প সেচ দেওয়ার জন্য ব্যাবহার করছে শ্যালো ইঞ্জিন।
জিকে সেচ প্রকল্পের আওতায় তিনটি পাম্পের সাহায্যে পানি দেওয়া হতো। বেশ কয়েক বছর ধরে দুটি পাম্প বন্ধ ছিলো করা হয় নাই কোনো মেরামত। মাত্র একটি পাম্প ভালো থাকার কারনে সর্বশেষ চারটি উপজেলা তে পানি সরবরাহ চালু ছিলো । গত ১৯ ফেব্রুয়ারি থেকে সর্বশেষ সচল পাম্পটিও বন্ধ হয়ে যাওয়া কারনে করুন বিপাকে পড়েছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ কয়েকটি জেলার কৃষি জমির কৃষকেরা।
বিকল্প পদ্ধতি হিসেবে এখন কৃষকেরা ব্যাবহার করছে শ্যালো ইঞ্জিন এতে সমস্যার কিছুটা সমাধান হলেও গুনতে হচ্ছে অধিক পরিমানের অর্থ। তাতে তাদের ধান উৎপাদনে খরচ ১২ থেকে ১৫ গুণ বেড়ে গেছে।










