এম সনজু আহমেদ :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যানে আঘাতে সাইম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সাইম আলমডাঙ্গা পৌর এলাকার হাউস পুর ঈদগা পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ইফতারের আগে বাগান থেকে সন্ধ্যা ছয়টার দিকে বোনের সাদিয়া (১২) সাথে মিছাক আনতে বাড়ির পাশে হাউসপুর টু সরোজগঞ্জ সড়কে আসার পথে পাখি ভ্যান চালক আমজেদ আলী পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানের নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায় বিল্লাল হোসেনের দুই মেয়ে এক ছেলে তিনি একজন ফার্নিচার মিস্ত্রি, শিশু সাইম সবার ছোট শিশুটির চাচা ফারুক হোসেন জানান বোনের সাথে দাঁত মাজা মিশাক আনতে যে বাড়ির পাশে সড়কে পাখি ভ্যানের আঘাতে গুরুতর আহত হলে কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় শিশুর সাইমে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর থানার ওসি জানান, শিশুটির সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে । আলমডাঙ্গা থানা ওসি শেখ গনি মিয়া বলেন মৃত্যুর ঘটনা শুনেছি ঘটনাস্থানে পুলিশ পাঠালো হয়েছে। রিপোর্ট সংগ্রহ করে কুষ্টিয়া সদর হসপিটালে পাঠানো হয় বাদী না থাকায় শিশুটির লাশ দেয়ার কথা বলা হয়েছে।