
পিরোজপুর কাউখালী উপজেলা ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন থেকে বুধবার ৫০ পিস ইয়াবা সহ ৩জন গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
২৭ মার্চ(বুধবার) রাত ১:৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টিম ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন থেকে ৫০পিস ইয়াবা সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত অভিযানকালে উপস্থিত ছিলেন,এসআই মশিউর রহমান,এএসআই জামান,এসআই জালিচ সহ সঙ্গীও ফোর্স। কাউখালী থানা ইনচার্জ বলেন দীর্ঘদিন ধরে এরা মাদক চালান ও বিক্রি করে আসছে,আমরা অনেক চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে ধরতে সক্ষম হয়েছি। আসামিরা হলেন
১/মোঃ হাসান(২৪) পিতা-আয়নাল হক মৃধা ২/রাখি হোসেন হৃদয়(২০) পিতা-আব্দুর রাজ্জাক সরদার ৩/মোঃ রিয়াজ হাওলাদার, পিতা-আবু শাহিন হাওলাদার সর্বসাং চিড়াপাড়া, জিজ্ঞাসাবাদে এদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৪:৩০ মিনিটের সময় একটি মাদক মামলা শেষে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।










