আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে নিজ স্বত্তার স্বাধীন সার্বভৌম ছিনিয়ে নিয়ে আসার ৫৪ বছর পূর্ণ করলো। আর তার ই আয়োজনে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত হলো ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের নানান অনুষ্ঠান।
জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ও বিভিন্ন প্রদর্শনের আয়োজন করা হয়। কুচকাওয়াজ ও প্রদর্শনে অংশ গ্রহণ করেন আলমডাঙ্গা থানার পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এই আয়োজনে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স্নিগ্ধা রানি দাস, থানা ইনচার্জ আব্দুল গণি, উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু সহ উক্ত দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এছাড়াও এই প্রদর্শনীতে অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। প্রদর্শনী শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে পুরস্কার তুলে দেন আগত অতিথীবৃন্দ।