নওগাঁর বলিহার ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
আজ সকাল দশটায় কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বলিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলী,সহ-সভাপতি বাবু উত্তম কুমার মন্ডল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির,কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বুলবুল,সাংগঠনিক সম্পাদক অপ অধিকারী,অত্র কলেজের স্কাউট-গার্ল গাইড সদস্য,কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সকল বক্তা মহান শহীদ দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। সকলেই মহান স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা এবং স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। পত্র কর্মসূচি সমূহের সভাপতি আতিকুর রহমানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে দুপুর ১টায় আলোচনা সভা শেষ হয়।