
বরিশালের হিজলায় অভয়াশ্রম রক্ষা অভিযান ২০২৪ইং উপলক্ষে কোস্ট গার্ডের অভিযানে ৫২ লক্ষ ৩০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ।
জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য “অভয়াশ্রম-২০২৪” উপলক্ষে অদ্য সোমবার ২৫ মার্চ ২০২৪ তারিখ ০৮ ঘটিকা হতে ১২,৩০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে বরিশাল জেলার হিজলা উপজেলার হরীনাথপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকায় মায়ের দোয়া নামক একটি স্টিলবডি তল্লাশী করে ৫২,৩০,০০০ মিটার, নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১৮,৩০,৫০,০০০/০০ আঠারো কোটি ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ।
এসময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।










