
গাছে গাছে দুলছে আমের মুকুল,
দেশের বাহিরে রপ্তানির আশা কৃষিবিভাগের লিংক : ঠাকুরগাঁওয়ে আমের বাগান ও গাছ গুলোতে দোল খাচ্ছে সাদা লালচে ও সোনালী রঙের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলে পাগল করা ঘ্রাণ। আর বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। অন্যান্য বছরের তুলনায় এবছর আমের গাছ গুলোতে বেশি মুকুল হওয়ায় আমের ফলন বৃদ্ধিসহ ব্যাপক বাণিজ্যের স্বপ্ন দেখছেন জেলার আমচাষি ও ব্যবসায়ীরা।
আর জেলা কৃষি বিভাগ বলছেন এবারো দেশের বাহিরে রপ্তানি হবে এই জেলার আম। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রতিনিধি মো: আব্দুল জব্বার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন… ভয়েজ ওভার- ঠাকুরগাঁওয়ের আম গাছ গুলোতে শোভা ও সমারোহ পেয়েছে মুকুল। সারি সারি আমের গাছে এখন সৌরভ ছড়াচ্ছে মুকুল। আম চাষিরাও পরিচর্যায় নেমেছেন বাগানে বাগানে। এবার আমের ভালো ফলনের আশা করছেন তারা। আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের তুলনায় এ বছর আমের ফলন বেশি ভালো হবে বলে আশা করছেন চাষিরা। আর জেলা কৃষি বিভাগ মনে করছেন এবারো জেলার আম রপ্তানি করা হবে বিভিন্ন দেশে।
জেলায় হাড়ীভাঙ্গা, ফজলী, আম্রপালী, মোহনা, রাজভোগ, রূপালী, গোপালভোগ, সূর্যপূরী, বান্দিগড়,বানানা ম্যাংগো সহ বিভিন্ন জাতের আম গাছের মুকুল ধরেছে। বর্তমানে গাছের পরিচর্যা ও পোকা দমনে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন আমচাষীরা। জেলায় ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে ১ হাজার ৮৪৪টি আম বাগান রয়েছে। এসব গাছ থেকে এবার প্র্রায় ৬৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ভক্সপপ/১-৫/আবহাওয়া ভালো থাকলে এবছর ব্যাপক আম উৎপাদনের আশায় চাষিরা। বাইট/গতবছরের মতো এবারও ঠাকুরগাঁও থেকে বিভিন্ন দেশে আম রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। মো.সিরাজুল ইসলাম/উপ-পরিচালক/কৃষিসম্প্রসারণ অধিদফতর/ঠাকুরগাঁও।










