
রবিশালের হিজলা উপজেলার দ্বীনি শিক্ষাপিঠ ঐতিহ্যবাহী কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা আবুবকর ছিদ্দিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আমিনুল হক মুরাদের আগমন উপলক্ষে, আজ শুক্রবার মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার শেষে জনাব আমিনুল হক মুরাদকে ফুল দিয়ে সংবর্ধনা দেন মাদ্রাসার সকল শিক্ষকগন এবং তাকে ক্রেশ প্রদান করে ৷ এ সময় উপস্থিত ছিলেন ৷ তার পিতা আজহাজ্ব আনোয়ার হোসেন আনু খান, এবং তার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ৷ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে , দোয়া পরিচালনা করেন। কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আলহাজ্ব মাওঃ সালাহউদ্দিন খান ৷










