সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মশালঘাট গ্রামের সরকারি রাস্তায় (হালট) জোর পূর্বক দোকান ও বসত ঘর নির্মাণ করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
শুক্রবার দুপুর ২ ঘটিকায় উপজেলার বেহেলী ইউনিয়নের মশালঘাট গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। স্থানীয়রা জানান, মশালঘাট গ্রামের মৃত ছাদিম আলীর ছেলে বদরুল হুদা (৫৫), মৃত ছিদ্দিক আলীর ছেলে আসাদ মিয়া (৫৪), একই পিতা রেজাউল (৪২), আব্দুর রউফের ছেলে দোকানদার আসাদুল (৫০), পাবেল (৩০) ও রুনেল (২২) সহ সাকির মিয়া (২০) সর্ব পিতা বদরুল হুদা দখল পূর্বক সরকারি রাস্তায় বসত ভিটা নির্মাণ করেন। বাড়ীর সামনে দিয়ে সরকারি রাস্তা। এই একটি মাত্র রাস্তা দিয়ে জন সাধারণের চলাফেরা, মসজিদ ও মাদ্রাসায় আসা যাওয়া সহ শনির হাওর থেকে ফসল তুলা হয়। রাস্তার উপর ঘরবাড়ী নির্মাণ করা হলে গ্রাম বাসীর পক্ষে বাঁধা দেওয়া হলে অশ্লিল ভাষায় গালিগালাজ করে, পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করতে আসিতে দেখে প্রাণ বাঁচার জন্য আত্নচিৎকার করে। স্বাক্ষী মশালঘাট গ্রামের আব্দুল আলী, মকসুদ আলম, ছুরতজ্জামান আসিলে প্রাণে রক্ষা পাই। এইকথা বলেন, মশালঘাট গ্রামের মৃত চমক আলী ছেলে এনার হোসেন। গ্রামবাসী রাস্তা দখল ছাড়ার জন্য বদরুল, হারুন ও ফারুকে অনুরোধ করেন। এতে কোন কর্ণপাত না করায় গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন, মশালঘাট গ্রামের গণ্যমান্য ব্যক্তি মাসুদ আলম, অবসর প্রাপ্ত শিক্ষক ছুরৎজ্জামাল (মাস্টার), সাবেক ইউপি সদস্য এনার হোসেন, কৃষক নজরুল, তোফাজ্জাল, শিক্ষার্থী সায়েম ও বায়জিদ প্রমুখ। বক্তারা বলেন, সরকারী হালটে দোকানপাট ও বসত ভিটা নির্মাণ করে রাস্তা দখল করে আসছে, অচিরেই রাস্তা দখল মুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।