
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা কু মিল্লা জেলার চান্দিনা উপজেলার কেরনখান ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল মালেক এর স্কুল পড়ুয়া নাবালিকা কন্যা জুই আক্তার (১৪) কে অপহরণ এর অভিযোগ পাওয়া গিয়াছে।

বাদী ভিকটিমের মা রোজিনা আক্তার (৪২) এর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- গত ১৭ মার্চ রোজ রবিবার বিকালবেলায় বাদীর বসত বাড়ীর সামনের রাস্তায় প্রতিবেশীদেরকে সাথে নিয়ে তার মেয়ে ঘুরতে যায়। এ সময় আগ থেকে উৎ পেতে থাকা চান্দিনা থানার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর এর ছেলে মোঃ সজিব(২২) ও তাহার বড় ভাই মোঃ নাছির উদ্দিন(২৯) এবং তাহার কাকা মোঃ ফয়েজ(৩৫) সহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজন ভিকটিম জুই আক্তার(১৪) কে মুখে গামছা দিয়ে চাপ দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ভিকটিমের আত্মীয়-স্বজন গভীর রাত পর্যন্ত খুঁজাখুঁজি করে না পেয়ে অফিসার ইনচার্জ, চান্দিনা থানা বরাবরে অভিযোগ দায়ের করিলে অফিসার ইনচার্জ চান্দিনা থানা কর্তৃক চান্দিনা থানার এফআইআর নং-১১, তাং-২০ মার্চ ২০২৪খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ রুজু করে।ভিকটিমের মা রোজিনা আক্তার সাংবাদিকদের আরও জানান, আসামী ০১। মোঃ সজিব(২২), পিতা-মোঃ জাঙ্গাগীর হোসেন, ০২। মোঃ নাছির উদ্দিন, পিতা-মিজানুর রহমান, ০৩। মোঃ ফয়েজ(৩৫), পিতা-মৃত ফজর আলী, উভয় সাং-শ্রীমন্তপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাগন প্রায়ই আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার সময় কু-প্রস্তাব দিতো। আমার মেয়ে আসামীদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে জোর পূর্বক তুলে নেয়ার জন্য হুমকি দিতো। এরই ধারাবাহিকতায় গত ১৭ই মার্চ রোজ রবিবার আসামীরা আমার মেয়ে জুই আক্তারকে অপহরণ করে। এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথমত মামলা রুজু করিয়াছি ভিকটিম জুই আক্তারকে উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতার কার্যাক্রম চলমান রয়েছে। মামলার তদন্তকারী অফিসার পরবর্তী আইনগত কার্যাক্রমে অব্যাহত আছে।










