
আজ ২০ মার্চ ২০২৪ইং নেছারাবাদ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর,পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশীষ রায় অভিযান পরিচালনা করেন।এ সময় তিনি বাজারের তরমুজ, পিয়াজ, মুরগীসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্য সরকার নির্ধারিত মুল্যে বিক্রয় হয় কিনা তা ঘুরে দেখেন।এ সময় তরমুজ ব্যবসায়ীদেরকে পিচ হিসাবে ক্রয় মুল্য থেকে সর্বোচ্চ ১৫-২০% লাভে এবং কোন অবস্থাতেই কেজিতে তরমুজ বিক্রি না করার নির্দেশ দেন। এসময় মুরগীর বাজারে বোর্ডে বিক্রয় মুল্য নির্ধারণ না করায় রাফসান,
আনোয়ার ও রনি পোল্ট্রি কে ১০০০ টাকা করে জরিমানা করেন। তিনি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে সাহা মিষ্টান্ন ভাণ্ডার কে অপরিছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও প্যাকেটের ওজন বেশী হওয়ায় ২০০০ টাকা জরিমানা আদায় করেন,এবং নির্ধারিত ওজনের প্যাকেট ব্যবহারের নির্দেশনা দেন।
ভিউ: ২৭৭










