
পিরোজপুর কাউখালী উপজেলায় দুটি অবৈধ ইটের পাজায় ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা।
কাউখালী উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের গোসনতারা ও কাঁঠালিয়া গ্রামে দুটি অবৈধ ইট পোরানো পাজায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ ভাবে ইট পোড়ানোর অভিযোগে পাজার মালিক দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ইটের পাজা দুইটি ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে অবৈধভাবে কাঠ দিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর গোপন অভিযোগ পেয়ে বুধবার ২০ মার্চ দুপুর ১২টায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভাবে এই অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, ফসলী জমির পাশে অনুমোদন বিহীন ইটের ভাটা তৈরি করে কাঠ দিয়ে ইট পোড়ানো, কৃষিবিভাগ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোন রকম অনুমোদন না থাকা সহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী উক্ত পাজার মালিক গোসনতারা গ্রামের মহিউদ্দিন সরদার ও কাঠালিয়া গ্রামের মোঃ জাকির হোসেন কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইটের পাজা দুটিকে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে পানি দিয়ে ধ্বংস করা হয়।










