
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বহুল পরিচিত কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব শফিউদ্দিন "বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর রাত আনুমানিক ৪.০০টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২ ছেলে ৩ মেয়ে ও ৮ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমের নিজ গ্রামের বাড়ি কালিয়াকৈর উপজেলার, ঢোল সমুদ্র স্কুল মাঠে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করেছেন। মরহুম শফিউদ্দিন বাংলাদেশ সরকারের ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন । বর্ণাঢ্য কর্মজীবনে বেশ সুনামের সাথেই তিনি তার কর্মজীবন শেষ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন। এলাকাবাসী ও আত্মিয়স্বজনের জন্য তিনি ছিলেন নিবেদিত এক উদার মনের মানুষ। যার দ্বারা উপকৃত হয়েছে শত শত পরিবার। এলাকার মানুষের দোয়া ও মংগল কামনার পাশাপাশি আমরাও তার বিদেহী আত্মার মংগল কামনা করছি।