
পিরোজপুর সদর উপজেলায় ২টি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ২ জন মৃত ও ২ জন আহত।
অদ্য ১৮মার্চ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলাধীন শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনের সড়কে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন আহত হয়। দুর্ঘটনা স্থলে পথচারী জানান, একজন বয়স্ক পথচারীকে বাঁচাতে গিয়ে আমাদের বুঝে ওঠার আগেই দেখতে পাই বিকট শব্দে ২টি মোটরসাইকেলের সংঘর্ষ এবং কান্নার আওয়াজ। দূর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে মেডিকেলে নেয়ার পথে ২ জন মারা যায়। অন্য ২ জনকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়। নিহতরা হলেন-
মোঃ হাসিব আকন (২২), পিতা- মালেক আকন, ইন্দুরকানি- পিরোজপুর এবং মাসুম বিল্লাহ (৫০), পিতা- নূর মোহাম্মদ, কাঠালিয়া-ঝালকাঠি। আহতরা হলেন মোঃ নূরুল ইসলাম হাং (৬৮), পিতা- সাবের উদ্দিন সদর পিরোজপুর এবং মোঃ আরিফ হাং(৩০), পিতা- অজ্ঞাত, সদর পিরোজপুর।
ঘটনাস্থল পিরোজপুর থানা পুলিশ সাথে সাথে পরিদর্শন করেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে পুলিশ জানায় পথচারী মোঃ নূরুল ইসলাম হাং (৬৮) কে বাঁচাতে গিয়ে উভয় মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে,তদন্ত চলছে।










