
মোহাম্মদ উল্লাহ প্রতিনিধি:দিশাবন্দ নাপিতের পুকুর পাড় ব্রিজ (নাত্তার পুল) নবনির্মিত করার কাজে ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু ভেঙ্গে ফেলা ব্রিজের দুইপাশে কোন সতর্ক সংকেত না থাকায় একটি যাত্রীবাহী সিএনজি কিছুক্ষণ আগে দুর্ঘটনার শিকার হয়েছে।
দুইজন যাত্রী ব্রিজের নিচে পড়ে যায়। তারমধ্যে একজন বয়োবৃদ্ধ মহিলা যাত্রী ব্রিজের নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায়। উনাকে রক্তাক্ত অবস্থায় মনোহরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভিউ: ২৮৫










