
মিরান বিশ্বাস প্রতিনিধি :
‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় ষোল আনা জনকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন কর হয়।রোববার, ১৭ মার্চ ষোল আনা জনকল্যান ফাউন্ডেশনের কার্যালয় রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ষোল আনা জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি বাবু প্রভাস চন্দ্র চৌধুরী এবং সঞ্চালনা করেন,ষোল আনা জনকল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাবু মিরান বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন, ১নং বড়বাড়িয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কুবলয় বাকচী,বিশেষ অতিথি ছিলেন,ষোল আনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লি :এর সভাপতি বাবু পরিতোষ মন্ডল।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বাবু সুমন বিশ্বাস, সহ সভাপতি ষোল আনা জনকল্যান ফাউন্ডেশন। উপস্থিত সকল বক্তাগণ বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া জন্য আহবান জানান।আলোচনা শেষে ফাউন্ডেশন সভাপতি বাবু প্রভাস চন্দ্র চৌধুরী এবং নির্বাহী পরিচালক বাবু মিরান বিশ্বাস উপস্থিত অতিথিদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।










