যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। আজ রবিবার (১৭ মার্চ ২০২৪) নোবিপ্রবিতে দিবসটি উদযাপিত হয়।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। খুলনা বিভাগীয় ফোরামের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত ও সাংগঠনিক সম্পাদক শাহ আবজাল খান (তপুর) উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খুলনা বিভাগীয় ফোরামের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত বলেন, ‘আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন। যার জন্ম নাহলে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ববুকে মাথা উচু করে বাচার সুযোগ পেতাম না। আমরা প্রতি বছর জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করি এইবারও তার ব্যাতিক্রম নয়। এই জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধুর নামও ততদিন থাকবে। এছাড়াও তিনি খুলনা বিভাগীয় ফোরামের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন
এসময় আলোচনা সভায় উপস্থিত নোবিপ্রবি খুলনা বিভাগীয় ফোরামের সাংগঠনিক সম্পাদক শাহ আবজাল খান তপু বলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীকে আদর্শিক হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করা অতিব প্রয়োজন। বর্তমান প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও বহন করার জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম তাই প্রতিবছর পালিত হয়। সেই সাথে তিনি আরও বলেন সূদুর খুলনা বিভাগ থেকে যেসকল শিক্ষার্থী নোবিপ্রবিকে তাদের স্বপ্নের ঠিকানা বানিয়েছে। তাদের সকল সুখ,দুঃখের ঠিকানা খুলনা বিভাগীয় ফোরাম নোবিপ্রবি।
আলোচনা সভাটি সমাপ্ত হয় সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তের আহবান ও প্রতিস্রুতির মাধ্যমে। তিনি আহবান করেন খুলনা বিভাগের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি খুলনা বিভাগীয় ফোরামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি সকল সমস্যার পাশে থাকার প্রতিস্রুতি প্রদান করেন।