
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জন্ম দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন উপজেলা প্রশাসন।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের সভাপতিত্বে, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা নাসরিন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, কালিয়াকৈর থানা অফিসার্স ইনচার্জ এফ এম নাসিম,পৌর আওয়ামী লীগ সভাপতি সরকার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার সহ প্রমুখ ব্যাক্তিবর্গ বংগবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।










