নওগাঁর মান্দায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আতাউর রহমান নামে এক ব্যবসায়ী।
রবিবার (১৭ মার্চ) বেলা ১১ টার সময় কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে ভুক্তভোগী আতাউর রহমান প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন। ভূক্তভোগী আতাউর রহমান পাঁজরভাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আতাউর রহমান বলেন, আমি সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন থেকে ব্যবসা-বানিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। আমার মান-সম্মান-ক্ষুন্ন করতে এই এলাকার দুষ্কৃতিকারী ব্যক্তি হিসাবে চিহ্নিত মৃত সামসুদ্দিন ঘরানির ছেলে একরামুল হক ও আমিনুল ইসলাম আমার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মিথ্যা অভিযোগ দায়েরের পর অভিযুক্তরা আমাকে মাদক, নারী, সুদ,জুয়া ও সরকারি জমি দখলকারী ও ব্যবসায়ী বানিয়ে সংবাদ প্রকাশ করে মান-সম্মান ক্ষুন্ন করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আতাউর রহমান উক্ত মিথ্যা অভিযোগ ও সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে দুষ্কৃতিকারী ব্যক্তিদের এমন মিথ্যা মনগড়া ও বিভ্রান্তকর তথ্য দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তি মনির উদ্দিন, শফিকুল ইসলাম, এরশাদ আলী, হারুন অর রশীদ, আমিনুল ইসলাম ও রেজাউল হক আহমেদ প্রমুখ।