
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় ভ্যান চালকের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী গৃহবধু ফরিদা বেগম (৪০) গোপালপুর গ্রামের ভ্যান চালক বুলু মিয়া স্ত্রী। অপরদিকে অভিযুক্তরা হলেন,গোপালপুর মুন্না পাড়া গ্রামের মৃত বাবু মুন্নার ছেলে, হ্যাপী (৪৩) এর স্ত্রী মনেক্কা বেগম (৩৫), ছেলে হানিফ হোসেন (১৮) ও বাবু মুন্নার ছেলে হেল্লোল (৩৩) সহ আরো অজ্ঞাত ৪/৫ জন। ভুক্তভোগী গৃহবধু ফরিদা বেগম জানান, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছো। বিরোধের জের ধরে গত রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় তারা আমার বাড়ী সামনে বেধড়ক মারপিট ও কাপড়-চোপড় ছিড়ে বিবস্ত্র করেন।স্হানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরেও শারীরের আবস্থা বেগতিক দেখে দিলে, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহণ করি।তিনি আরো জানান, মারপিটের শিকার হয়ে ঘটনার দিন অভিযোগ করি। কিন্তু অভিযোগের ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেননি। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।










