
বরিশালের হিজলা উপজেলায় জামাল মাঝি নামে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ । আজ (১৬ মার্চ) শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়ির সামনে মেঘনা নদীর তীরে সয়াবিন ক্ষেত থেকে জামাল মাঝির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর । মৃত জামাল মাঝি হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পালপাড়া গ্রামের আঃ কাদের মাঝির ছেলে । এলাকাটিতে গত ১৫ দিন যাবত পাল্টাপাল্টি হামলা – সংঘর্ষ চলছে । এরই জের ধরে হামলা -মামলা ও গ্রেফতারের মধ্যে এই হত্যাকান্ড ঘটেছে বলে উল্লেখ করে পুলিশ জানিয়েছেন, তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। হিজলা থানা পরিদর্শক (তদন্ত) দীপংকর রায় বলেন, সয়াবিন ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় লাশ পেয়েছি। কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত করে বলতে পারবো হত্যাকান্ডে কারা জড়িত ছিল।
জামালকে নিজের অনুসারী দাবি করে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনের সংদস সদস্য পংকজ নাথ বলেন, জামাল ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তাকে যারা হত্যা করেছে তারা আ.লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের অনুসারী। গত ২ মার্চ জামালের বাড়িতে শাম্মীর অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল ঢালীর নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী হামলা চালায়। তারা জামাল মাঝিসহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে জামাল মাঝির ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
জামালের স্ত্রী আখি বেগম জানান, বাড়ি না ফেরায় রাত ২টার দিকে স্বামীর ফোনে কল দেন তিনি। তখন স্বামী জানিয়েছিল ভালো আছে। সকাল ৯টার দিকে জানতে পারেন স্বামীর মরদেহ সয়াবিন ক্ষেতে পড়ে আছে।
আখি বেগমের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন ঢালীর নেতৃত্বে তারই বাহিনী জামাল মাঝিকে কুপিয়ে হত্যা করেছে। অভিযোগ অস্বীকার করে জামালউদ্দিন ঢালী বলেন, রাত ৪টা পর্যন্ত পুলিশ এলাকায় ছিল। রাত চারটা পযন্ত পুলিশ এলাকায় ছিলো। কারা করেছে তারাই জানেনা।আমি কিভাবে জানবো। ঘটনাস্থল নির্জন। কে করেছে কেউ দেখেননি।
তিনি আরো বলেন, সকাল ৭টার দিকে একজন আমাকে কল দিয়ে জানায় সয়াবিন ক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে আছে। সত্যতা যাচাইয়ের জন্য আমি ঘটনাস্থলে গ্রাম পুলিশ আলী আশরাফকে পাঠাই। সে লাশ দেখতে পেয়েছে। পরবর্তী পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।
গ্রাম পুলিশ আলী আশরাফ জানান, চেয়ারম্যান কল দিয়ে তাকে বলেন, জামাল মাঝির বাড়ির সামনে সয়াবিন ক্ষেতের মধ্যে একজনের লাশ পড়ে আছে। সকাল আটটায় সেখানে গিয়ে লাশ দেখতে পান তিনি। পরে পুলিশকে বিষয়টি জানিয়েছেন










