বরিশালের হিজলা উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান, জনাব আলতাব হোসেনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আলতাব হোসেন গতকাল শুক্রবার, রাত অনুমানিক ৯.২০ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যুবরন করেন ৷ আজ শনিবার জহুরের নামাযের পরে, ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা নামায অনুষ্ঠিত হয় ৷ নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার-হাজার মানুষ অংশ নেন । জানাজা শেষে তার নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদিপ্ত কুমার সিংহ, আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ ৷ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ ৷