
নওগাঁ মান্দায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাসেল রানা নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ৩ টার দিকে উপজেলার প্রসাদপুর জোতবাজার আঞ্চলিক সড়কের নুরুল্লাবাদ ইউপির মিরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত রাসেল উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। নিহত রাসেল রানা নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল রানা নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে উপজেলায় যাচ্ছিলেন। অপরদিকে উপজেলা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাসেল রানা গুরুতর আহত হন পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল কাজী জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।










