
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে র্যাব ১৫ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার ৪ সদস্য আটক করতে সক্ষম হয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে উখিয়া উপজেলায় অবস্থিত ২০ নং রোহিঙ্গা শিবিরে থেকে তাদের আটক করা হয়।এদের মধ্যে সন্ত্রাসী আকিজ হচ্ছে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির বডিগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১ রাউন্ড কার্তুজ ও ৭টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।৪। গ্রেফতারকৃত আরসা সন্ত্রাসীদের বিস্তারিত পরিচয় : (১) মোঃ করিম উল্লাহ প্রকাশ মাষ্টার কলিম উল্লাহ (৩২), পিতা-আহাম্মেদ হোসেন প্রকাশ হোসেন আহম্মেদ, ক্যাম্প-২০, ব্লক-এম/৩৩, বালুখালী, উখিয়া, কক্সবাজার (২) মোঃ আকিজ (২৭), পিতা-মৃত মোঃ কায়সার, ক্যাম্প-৭, ব্লক-ই/১৫, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।(৩) মোহাম্মদ জুবায়ের (২৯), পিতা-আবুল হোসেন, ক্যাম্প-১৩, ব্লক-ই/৩ কুতুপালং, উখিয়া, কক্সবাজার।
(৪) সাবের হোসেন প্রকাশ মোলভী সাবের (৩৫), পিতা-মৃত হাসমত উল্লাহ, ক্যাম্প-২২, ব্লক-বি/৪, উখিয়া, কক্সবাজার। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।তিনি জানান, গত এক বছরে উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শিবিরগুলো থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা গ্রুপের ১০১ জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি তৈরি ৬০টি অস্ত্র, ৫০ কেজির বেশি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল










