চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক মোজাম্মেল হকের পরিচয় মুছতেই আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাকে।
আজ (বুধবার) দুপুরে শিবগঞ্জ থানায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। ভাড়া নেয়ার কথা বলে রাতের অন্ধকারে জনমানবহীন এলাকায় নিয়ে মোজাম্মেল হককে দেশীয় অস্ত্র, আমের ডাল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে ভ্যান ছিনতাই করা হয়। পরে পরিচয় মুছতে তাকে সরিষা ক্ষেতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটকের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এমনই জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন কালু। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর অভিযান শুরু করে পুলিশ। এরপর মোট ৬ জন আসামীর মধ্যে ৫ জন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছিনতাই করা চার্জারভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আমের ডাল উদ্ধার করেছে পুলিশ। গত ০১ মার্চ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর নদী রক্ষা বাঁধের পাশে পদ্মা নদীর ধারে থাকা সরিষার ক্ষেতে আগুনে পুড়িয়ে মারা হয় ভ্যানচালক মোজাম্মেল হককে ।