
গত সোমবার গভীর রাতে গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়।ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার জামজামী ইউনিয়নের নওদা পাঁচলিয়া গ্রামের নজরুল ইসলাম একজন দিনমজুর।
তিনি একটি গাভী, একটি ষাড় লালন ও ছাগল পালন করে আসছেন নজরুল ইসলাম জানান, সোমবার প্রতিদিনের মতো গরুগুলি গোয়াল ঘরে ঢুকিয়ে মশার আক্রমন থেকে রক্ষা করার জন্য মেয়েকে কয়েল ধরিয়ে গোয়াল ঘরের এক কোনে দিয়ে ঘরে শুয়ে পড়েন। রাত প্রায় ১টার দিকে হঠাৎ গরু ও ছগলের ডাক শুনতে পেয়ে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে গোয়াল ঘরে।
পরে লোকজন ছুটে আসার আগেই গোয়াল ঘর পুড়ে যায়। সেই সাথে ভিতরে বাধা দুইটি ছাগল পুড়ে মারা গেছে ও দুইটি গরু আগুনে ঝলসে গেছে।
নজরুল ইসলাম জানান, কয়েকটি এনজিওর কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ এনে গরু ও ছাগলগুলি লালন পালন করে আসছিলেন।দিন মুজরি করে সংসারের খরচ সন্তানদের লেখাড়ার খরচ চালাতেন এবং গরু ও ছাগল গুলো লালন পালন করতেন।এখন তার কি হবে এ ভেবে মানসিকভাবে ভেঙে পড়ছেন










