গাজীপুরের পূবাইল থানায় ওয়ারেন্টভুক্ত ০৫ আসামী গ্রেফতার
Spread the love

গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত ০৫ আসামীকে১১/০৩/২০২৪ ইং তারিখে পূবাইল থানায় কর্মরত এসআই শওকত এমরান ও এএসআই ছামিউল হক সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালিন টহল ডিউটি করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পূবাইল থানাধীন নারায়নকুল এলাকা হতে সিআর মামলা নং-৬২৫/২৩,ধারা-১৪৩/৩২৩/৪৪৮/৩৭৯/৩৮৫/৪২০/৫০৬ দন্ড বিধি এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ আলতাফ হোসেন,পিতা-মমিন মিয়া,২। মমিন মিয়া,পিতা-মিরাজ উদ্দিন,৩। আওলাদ হোসেন,পিতা-মমিন মিয়া,৪। রবিউল ইসলাম (৩২),পিতা-সালাম পাটোয়ারী,৫।মোঃ আক্তার হোসেন,পিতা-মোঃ মমিন মিয়া, সর্ব সাং-নারায়নকুল (আমির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া),থানা-পূবাইল,গাজীপুর । পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামিদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31