
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের টেকপাড়া মানিকনগর পাঁচলিয়া যুবসমাজের উদ্যোগে টেকপাড়া ও মানিকনগর জামেমসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউপি মেম্বার রাশেদুজ্জামান রাজিবের তত্বাবধায়নে বিশেষ করে বাপ্পি, রিদয়,রহমত,পিয়াস, আসাদুল,আরাফাত,নিরব সহ দুই গ্রামের ৪৫ জন তরুণ যুবকদের সহোযোগিতায় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ শত মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় এলাকাবাসী ও কবরবাসীর জন্য দোয়া করা হয়।দোয়া টি পরিচালনা করেন মাওলানা নুরু ইসলাম ও মাওলানা রুহুল আমিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও শিশু কিশোররা ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন।
ভিউ: ৩১৭










