র‌্যাবের হাতে  অস্ত্রশস্ত্রসহ ডাকাত  ছিনতাইকারী ৬জন আটক
Spread the love

এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৪ তারিখে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র হতে কক্স টুডে হোটেলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে ঝুপড়ি ঘরের সামনে গাছের আড়ালে উঠতি বয়সী বেশ কয়েকজন তরুণ/যুবক পর্যটকদের কাছ থেকে অর্থ-কড়ি, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই / ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে মর্মে র‌্যাব অবগত হয়। উক্ত তথ্যের ভিত্তিতে গত রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারী দলটি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে চারিদিকে পলায়নের চেষ্টাকালে ০৬ জন ডাকাত/ছিনতাইকারীকে আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়, তখন অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতি/ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২টি কিরিচ, ০২টি টিপ ছোরা, ০১টি ছোরা, ০১টি টর্চ লাইট এবং নগদ ৯,৯০০/- (নয় হাজার নয়শত টাকা), ০৩টি এন্ড্রয়েড মোবাইল ও ০২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় :১) মোঃ শাহেদ (২০), পিতা-মোঃ বজল আহাম্মদ, সাং-লাইট হাউজ পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।২) মোঃ আরিফ (২০), পিতা-মোঃ আইয়ুব, সাং-সৈকত পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।৩) আদনান শাকিল (১৯), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-পূর্ব লাইট হাউজ পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।৪) সাইমন নাহিদ নুর জীবন (২০), পিতা-মোঃ নাসির উদ্দিন, সাং-সৈকত পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।৫) মোঃ কাইসার @ কাওসার (১৯), পিতা-সৈয়দ সালাম, সাং-লাইট হাউজ পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।৬) মোঃ সাগর (২০), পিতা-আমির হোসেন, সাং-মোহসিনিয়া পাড়া, ইউনিয়ন-পিএমখালী, এ/পি-সাং-লাইট হাউজ পাড়া, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, সদর, কক্সবাজার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ ছুরিকাঘাতের মাধ্যমে স্থানীয় সাধারণ জনসাধারণ ও পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা ও বিভিন্ন মালামাল ছিনতাই করে থাকে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। তারই ধারাবাহিকতায় গত রাতে হোটেল মোটেল জোন এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সরঞ্জামসহ ডাকাতি / ছিনতাই করার জন্য সমবেত হয় প্রস্তুতি গ্রহণ করছিল বলে জানায়।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31