
চাদঁপুরের কচুয়া ২নং পার্থৈ ইউনিয়ন দক্ষিণ
বড়দৈল গ্রামের আর্দশ নগর কর্তৃক আয়োজিত শর্ট বাউন্ডারি টুর্নামেন্ট ২০২৪ইং ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্যামলী খান।
স্থানীয় ২নং পার্থৈ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সালমান চৌধুরী কায়ুইমের নেতৃত্বে বক্তব্য রাখেন শ্যামলী খান বলেন কচুয়া উপজেলা ষষ্ঠ পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। এবং আমি এই নির্বাচনে বিজয় হই বা না হই আমি সব সময় আপনাদের পাসে সিলাম এবং থাকবো আপনাদের অত্র অঞ্চলে ক্রিয়া যত খেলাধুলা হয়।
আমাকে জানাবেন আমি আপনাদের যা সহযোগিতা লাগে ইনশাল্লাহ করব। দিনি আরো বলেন আমাদের এমপি মহোদয়।
ড. সেলিম মাহমুদ স্যার অত্যন্ত ভালো মানুষ আমি। উনার কাছে গিয়ে দোয়া নিয়ে আসছি উনার জন্য সবাই দোয়া করবেন।
২নং পার্থৈ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান চৌধুরী কায়ুইম, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইমরান কাইফ ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।










