
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”
এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৪ র্যালি ও আলোচনা সভা ১০ই মার্চ সকাল১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি ও উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম। উপজেলা তথ্য আপা অফিসার তাছলিমা খাতুনএর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা লগ্ন কোরআন তেলাওয়াত এবং ত্রিপিটক পাটের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা।প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান। এ বিষয়ে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুকুল,টেকনাফ উপজেলা সিপিপি আরও মোঃ হানিফ এনজিও সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট(এএসডি) এর প্রজেক্ট ম্যানেজার রোকন উদদীন আহমেদ, নারী সংগঠক কুলসুমা বেগম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিপিপি এর ফিল্ড অফিসার মোহাম্মদ বিশারত আলী,সভাপতি সমাপনী বক্তব্যে দুর্যোগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ এবং দুটি দুর্যোগ কক্সবাজার জেলার উখিয়া -টেকনাফ সীমান্ত উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা। দুর্যোগ থেকে বাঁচতে প্রাথমিকভাবে প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। অনুষ্ঠান শেষে দুর্যোগ সংক্রান্ত বিষয়ে চিত্রাংকন প্রতিযোগীদের মধ্যে পরিষ্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন,উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার,এনজিও সংস্থা সিন্ডিক্যাপ ইন্টারন্যাশনাল,সিপিপসিএসডিও,উন্নয়ন,রেড ক্রিসেন্ট সহ শিক্ষার্থী ও সুশীল সমাজের নারী ও পুরুষ।










