
নারীর সমাধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ও শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক নারী দিবস২০২৪-বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ১০মার্চ সকাল১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)আয়োজনে এবংউক্ত প্রতিষ্ঠানের অফিসার রাসিদুল ইসলামের পরিচালনায় এবং ন্যাচার লাইফ হিল প্রজেক্ট (কোডেক)এর সহযোগিতায় সভায় টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্সে অফিসার ডাঃ প্রনয় রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃরিয়াদ,উপজেলা আবাসিক অফিসার ডাঃ এনামুল হক ও লাইফ লী হোল্ড ম্যানেজার খাদিজা ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,কোডেক সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান।বক্তারা বলেন,দেশে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ।সমৃদ্ধশালী দেশ গড়তে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে।উন্নয়ন কাজে নারীদেরকে কোনভাবেই অবজ্ঞা করা যাবে না।এ জন্য নারীদেরকে যোগ্যতা অর্জন এবং ক্ষমতায়নে এগিয়ে আসতে হবে।আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এবং প্রাক ইসলামী যুগে নারীদের কে সম্মানের আসীনে ভুষিত করে নারী সমাজের মর্যাদাবান করেন। আজ উন্নত বিশ্বের দিকে তাকালে উন্নয়নের দিক থেকে নারীরা পিছিয়ে নয়। সুতরাং এ দেশে ও নারীদেরকে এগিয়ে আসতে হবে।পর্দার কথা বলে নারীদেরকে বাড়িতে অলস জীবনে রাখা যাবে না। সভায় উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জিও এনজিও সংস্থার সেবিকাও মিডওয়ে পাই সহ কর্মচারীবৃন্দ।সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,নারী দিবস উপলক্ষে নারীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বর্তমান গুনেধরা সমাজকে পাল্টে দিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে সভাপতির নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র্যালি বের করে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।










