
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি ভিতর প্রবেশ পূর্বক হামলা ও ভাংচুর মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার প্রসাদপুর ইউপির বাইবুল্রাহ গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রতিপক্ষের মারপিটে মামুনুর রশিদ, সাদ্দাম হোসেন ও খয়বর আলীসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে। অপরদিকে অভিযুক্তরা হলেন, প্রতিবেশী মৃত উজান মৃধার ছেলে কফের আলী, এর স্ত্রী মুক্তি রানী, ছেলে সম্রাট হোসেন ও মামুন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন। অভিযুক্তরা কিছুদিন পূর্বে আহতের বিরুদ্ধে ১৪৪/১৪৫ মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় অভিনব কায়দায় জমি দখলসহ ঘর নির্মাণ করে। এসময় ভুক্তভোগীরা বাঁধা প্রদান করলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাড়ির ভিতর প্রবেশ এলোপাতাড়ি ভাবে হাসুয়া,দা, রড় ও বাশের লাটি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ৩ জন রক্তাক্ত জখম হন। এসময় অভিযুক্তরা সুযোগে তাদের ঘরের ভিতর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী খইবর আলী জানান, তারা ইউনিয়ন পরিষদে বিচার দিলে আমাদের পক্ষে রায় আসে, পার্টি অফিসে বিচার দিলে আমাদের পক্ষে রায় আসে, থানায় বিচার দিলে আমাদের পক্ষে আসে, তারা কোন কিছুতে না পেরে আমাদের উপর নৃশংস হামলা চালিয়ে মারপিট করে স্বর্ণ ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।










