নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের মৃত আতাউর রহমানের ও মোছাঃ সকিনা বিবির ছেলে আবু সাঈদ।
সে নওগাঁ জেলা জজ কোর্টের নোটিশ জারীকারক। গত ১৪ ফেব্রুয়ারি অফিস শেষে তার স্ত্রী সারমিন সুলতানা (কম্পিউটার অপারেটর) কে নিয়ে একই বাইকে বাসায় ফিরছিলেন সাঈদ।হঠাৎ তার বাসার নিকটস্থ রানীপুকুর মাদ্রাসার পশ্চিম দিকে ফাঁকা রাস্তার সামনে সিএনজি দিয়ে পথ আটকে দাঁড়ায় একই গ্রামের মতিউর রহমান (বকুল) সহ তার দুই ছেলে মোরসালিন ও মিনহাজ এবং আরও অচেনা ২/৩ জন।তারা দাবি করে বিপুল পরিমাণ চাঁদার। আবু সাঈদ তার কারণ জানতে চাইলে বকুলের ছোট ছেলে মিনহাজ পেছন থেকে ধাক্কা মেরে বাইক ফেলে দেয়। এতে আবু সাঈদ ও তার স্ত্রী বাইক থেকে নিচে পড়ে যায়। তখন তার স্ত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে বকুলের দুই ছেলে। তারা আবু সাঈদের স্ত্রী সারমিন সুলতানার আট আনা ওজনের সোনার চেইন ছিনতাই করে। অপরদিকে, আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে লাঠি ও লোহার রড দিয়ে পিটায় এবং নগদ ৭০০০ টাকা হাতিয়ে নেয়। এমতাবস্থায় একই পথ দিয়ে ভান নিয়ে যাচ্ছিলেন ভীমপুর গ্রামের মান্নান। তারা মান্নানকে দেখতে পাওয়া মাত্রই সিএনজি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মান্নান আবু সাঈদের মা সকিনা বিবি ও এলাকাবাসীকে জানালে তারা আবু সাঈদকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এতে বাদী হয়ে আবু সাঈদের মা সন্ত্রাসীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।