কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিজয়ী নগর কন্যা ডাঃ তাহসীন বাহার সূচনা
Spread the love

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার-এর সুযোগ্য কন্যা, মহানগর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা। ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।অন্যদিকে তার প্রতিদ্বন্ডি মনিরুল হক সক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।৯ মার্চ ২০২৪ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার বিকাল থেকে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে বেসরকারি ফল ঘোষণা শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। সন্ধ্যা ৭টার দিকে ১০৫ কেন্দ্রের চ‚ড়ান্ত ফলাফলে তাহসিন বাহার সূচনাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন তিনি।সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফলের বার্তা শিট গ্রহণ করেন তাহসিন বাহার সূচনার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।বেসরকারি ফলাফল অনুযায়ী নগরীর ২৭টি ওয়ার্ডের ২ লাখ ৪২ হাজার ৪৯৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ১১৫জন। মোট ভোট পড়েছে ৩৮.৮২ শতাংশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31