
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক তরুণ উদ্যোক্তার পল্লী চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাস্টার্স শেষ করে চাকরির আশায় বসে না থেকে হলেন পল্লী চিকিৎসক।
সে উপজেলার বিলচতল গ্রামের চান মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন। বি.এ.(অনার্স) এম.এ.(বাংলা) পল্লী চিকিৎসক (এল.এম.এ.এফ) ফার্মাসিস্ট সি প্রশিক্ষণ নিয়ে, “পড়াশোনার পাশাপাশি ধুনটের আদর্শ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কাজ শিখেন। এরপর বগুড়ার প্রফেশনাল পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার থেকে পাস করে হয়ে গেলেন পল্লী চিকিৎসক। তার চেম্বার টি কাজিপুরে উপজেলার ঢেকুরিয়া বাজারে। গত শুক্রবার কেন্দ্রটি উদ্বোধন করেন ধুনটের আদর্শ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ এম.এ. জব্বার। এসময উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান মুকুল সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীজন ।










