আসন্ন রমজানে অজুহাতে চট্টগ্রামের হোটেল রেস্টুরেন্ট এর শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ করা,দৈনিক আটঘন্টা কাজ,দুই ঈদে বোনাস প্রদান, অতিরিক্ত কাজে অতিরিক্ত কাজে অতিরিক্ত মজুরী প্রদান,স্ববেতনে সপ্তাহে দেড়দিন ছুটি ও বেসরকারি চাকুরী বিধিমতে অন্যান্য ছুটি প্রদান, নূন্যতম মুলবেতন বিশ হাজার টাকা করার দাবিতে আজ ০৯ মার্চ শনিবার বিকাল পাচঁটায় চট্টগ্রাম হোটেল রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল চট্টগ্রামের ঐতিহাসিক দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে নগরীর নিউমার্কেট, কোটবিল্ডিং, ককোতওয়ালী থানার মোড় প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারীরা ও হোটেল রেস্টুরেন্ট ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।