
পাইকগাছা সরকারি কলেজ কর্তৃক বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাইকগাছার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ’কে সংবর্ধনা প্রদান সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় কলেজ চত্বরে পাইকগাছা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এসময়ে প্রধান অতিথিকে শুভেচ্ছার মাধ্যমে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।কলেজ প্রধান প্রফেসর সমরেশ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।প্রভাষক মোঃ মোমিন উদ্দিন, আছাবুর রহমান ও লুৎফা ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল, পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ ও কোষাধ্যক্ষ জি,এম,এ,রাজ্জাক সহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।










