পাবনার ঈশ্বরদীতে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা ও গাড়ি ভাংচুর
Spread the love

মামুনুর রহমান,ঈশ্বরদীঃ

পাবনা জেলা প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বারবার নির্বাচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডির সদস্য মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ৮ মার্চ রাত ৯ টার দিকে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বসবাসকৃত ঈশ্বরদী শহরের আকবরের মোড়স্থ বাড়িতে এই হামলার এই ঘঠনা ঘটে। হামলাকারীরা বাড়ির গেটে থাকা সাবেক এমপির পরিবারের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলের ব্যাপক ভাংচুর করে। তবে উক্ত হামলায় কেউ আহত হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ হাসান বাসীর ও এমপি পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল জানান, আজকের ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিমধ্যেই ঈশ্বরদী-আটঘরিয়ার মাননীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31