পিরোজপুর জেলার সদর উপজেলায় আঞ্চলিক বাসের ধাক্কায় ইজিবাইক ও মোটরসাইকেল আরোহী সহ ৭ জন নিহত এবং ১১ জন আহত।
অদ্য ৮ মার্চ,শুক্রবার ১১.৫০ ঘটিকায় পিরোজপুর জেলার সদর উপজেলাধীন শংকরপাশা ইউনিয়নের বেলতলা নামক স্থানে পিরোজপুর-ইন্দুরকানী প্রধান সড়কে বালিপাড়াগামী যাত্রীবাহী আঞ্চলিক বাসের ধাক্কায় ইজিবাইক ও মোটরসাইকেলের সড়ক দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে পিরোজপুর সদর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৬জন এবং মোটরসাইকেল আরোহী ১জন সহ মোট ৭জন নিহত হয়। এছাড়াও গাড়িতে এবং আশে পাশে থাকা ১১জন পথযাত্রীকে আহতবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ৭জনের হলো- মোঃ স্বপন হাওলাদার(৩৫),পিতা- মোদাচ্ছের হাওলাদার,থানা: ভান্ডারিয়া,মোঃ হেমায়েত হাওলাদার,পিতা-আক্কেল আলী হাওলাদার থানা: ইন্দুরকানি,মোঃ নাঈম (১৯),পিতা-জাকারিয়া,থানা:সদর পিরোজপুর (ইজিবাইক চালক)। মানসুরা বেগম(৩৫), স্বামী- জাহাঙ্গীর মুন্সী,থানা: সদর পিরোজপুর। খাইরুল ফরাজী(২০), পিতা-ইদ্রিস ফরাজী,থানা: সদর পিরোজপুর।জেসমিন আক্তার(৩০), স্বামী- আমিনুল ইসলাম,থানা: সদর, পিরোজপুর। আলমগীর মীর(২৮), পিতা- মোঃ সুলতান মীর,থানা: সদর পিরোজপুর। নিহত ৭জনের লাশ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে।
ঘটনাস্থলে পিরোজপুর জেলা প্রশাসক প্রতিনিধি এবং পুলিশ প্রশাসন পরিদর্শন করেন,তারা নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান,আহতদের সুচিকিৎসা সহ খবরা-খবর রাখেন, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার সকলকে আশ্বস্ত করেন।