সারা দেশের ন্যায় টেকনাফে ঐতিহাসিক ৭ মাচ' উদযাপন উপলক্ষে আলোচনা সভা ৭ মাচ' উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা পরিষদ প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও'সি) মোঃ উসমান গনি,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রবিউল হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসার মোঃ হাবিবুর রহমান।
প্রবিত্র কোরআন তেলাওয়াত,সনাতন ও ত্রিপিটক পাটের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। সভাপতি সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন ১৯৭১ সালের ৭ মাচ' ঐতিহাসিক রেস্ট হাউস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন বাঙালি জাতির চেতনা ও উৎসাহের একটি দিকপাল। স্বাধীনতার ৫৩ বছরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন"বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে ১৩৬ জন শিক্ষার্থীদের নগদ ৬ হাজার টাকা করে ৮ লাখ ১০ হাজার শিক্ষা বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়।