
পটিয়া থানা পুলিশের অভিযানে হাবিলাসদ্বীপ হাইস্কুল মাঠে গরু চোর কর্তৃক আলোচিত ঝুলন বৈদ্য হত্যায় জড়িত ০২ জন আসামী গ্রেফতার
চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের নির্দেশনায়, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুল ইসলাম মহোদয়ের তত্বাবধানে, জনাব মোহাম্মদ জসীম উদ্দীন, অফিসার ইনচার্জ , পটিয়া থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে পটিয়া থানার মামলা নং-২৫, তাং-২৪/৯/২০২৩খ্রি. ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল এর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম মামলাটি তদন্তকালে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের জন্য বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করেন। মামলাটি তদন্তকালে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় এসআই শিমুল চন্দ্র দাস, এসআই আসাদুর রহমান, এএসআই ফয়েজ আহম্মদ, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই মহি উদ্দিনসহ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আসামী-১। মোঃ ওমর ফারুক (২৩), পিতা-মোঃ বাবুল, পালক পিতা-মোঃ জমির, মাতা-রহিমা বেগম, সাং-লালিয়ার হাট, তবিয়া পাড়া, জুনুদের বাড়ী, চিকনদন্ডী ইউনিয়ন, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আমিন বাজার, জয়নাব ক্লাব এর পার্শ্বে নাজিম কলোনী, হাটহাজারী পৌরসভা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে হাটহাজারী এলাকা হতে এবং ২। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত জুলফু মিয়া, মাতা-মৃত শামসুন নাহার, সাং-বাটনাতলী, ০৯নং ওয়ার্ড, সাধু পাড়া, ইউসুফ ড্রাইভারের বাড়ী, বাটনাতলী ইউনিয়ন, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি, বর্তমানে-অক্সিজেন, চাঁদনী হল, জলিলের কলোনী, ২য় তলা, ০৩নং রুম, বায়েজিদ থানা, সিএমপি, চট্টগ্রামকে বায়েজিদ এলাকায় হতে গ্রেফতার করা হয়।










