চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৫ নং গাংনী ইউনিয়নের সাহেবপুর শালিকা এবং বন্দর ভিটার মাঝখানে বিশাল বড় এক মাঠ রয়েছে,
তিন গ্রামের মিলিয়ে প্রায় সাতজন কৃষকের চার বিঘা জমির পান বরজ পড়ে ছারখার হয়ে গেছে।আজ ১২ টার দিকে সাহেবপুর,শালিকা এবং বন্দর ভিটা গ্রামের মাঝখানে এ ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সারাফ আলী, ওসমান মন্ডল, রিপন মোল্লা,সাঈদ মিয়া,মান্নান আলি, দেলোয়ার হোসেন, আকুল হোসেন প্রমুখ।প্রত্যক্ষদর্শীরা এস এফ টিভি কে জানান একজন ব্যক্তি ওই স্থানে পান বরজ ছিল,উনি পান বরজ লাবানোর জন্য আগুন ধরিয়ে পাট খাটির আবর্জনা সাফ করছিলেন,এমনও তো অবস্থায় বাতাসের বেগে আগুন সিটকে পাশে একটি পান বরজে লেগে যায় সেখান থেকেই আগুনের মূল সূত্রপাত শুরু হয়।প্রাণ বরজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।আসলে এই সমাজের অনেকেই বিবেকবান মানুষের প্রশ্ন যে এই জাতি কবে জাগবে,সাধারণ কৃষক যারা এদের এ সমস্ত বিপদ থেকে কবে রক্ষা হবে আসলে আমরা যারা সাধারন মানুষ আমাদের বর্তমান সময়ে অনেক সচেতন হতে হবে।