পিরোজপুর কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে, ৫ দিন ব্যাপী গৃহপালিত খামারীদের নিয়ে,বুধবার আনুষ্ঠানিকভাবে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ২০ সদস্য বিশিষ্ট একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
অদ্য ৬ মার্চ(বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে,বায়োগ্যাস প্লান্ট উদ্যোক্তা ২০ জন সদস্যকে নিয়ে একটি প্রশিক্ষণকর্মশালা আনুষ্ঠিতভাবে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার-স্বজল মোল্লা, প্রশিক্ষক:- আতিয়ার রহমান (ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার ইনপ্যাক্ট প্রকল্প) পিরোজপুর। সভাপতিত্ব করেন মোঃ মমিনুল হক বকাউল,উপপরিচালক পিরোজপুর। পরিচালনায়:- এস এম জাহিদ হোসেন- যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালী, এছাড়াও বিমল কৃষ্ণ হালদার, মোঃ মজিবুর রহমান, মোঃ মতিয়ার রহমান সহ কাউখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহদী হাসান ও সাংগঠনিক সম্পাদক নুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণকালে সভাপতি বলেন-একজন সচেতন খামারি তার গৃহপালিত গরু-ছাগল, হাঁস-মুরগির বর্জ্য নষ্ট না করে বায়োগ্যাস প্লান্ট এর মাধ্যমে রান্নার কাজে গ্যাস ও সার তৈরিতে পরিবারের এবং কৃষিকাজে সহায়তা করে,একজন উদ্যোক্তা স্বল্প ব্যয়ে পরিবারের ব্যবহারিত গ্যাস ও কৃষিকাজে জৈব সার সহ পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগ থেকে মুক্তি পাচ্ছেন। বাংলাদেশ সরকার এই উদ্দেশ্য বাস্তবায়নে ২০০৭ সালে ১০টি উপজেলায় এই প্রকল্পটি চালু করেন, পরবর্তীতে ৬২টি উপজেলা থেকে ২০২২ সালে সমগ্র বাংলাদেশে বাস্তবায়িত হয়,তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা কাউখালী উপজেলায় প্রথমত কার্যক্রম শুরু হয়। সরকার ২ বছর মেয়াদী ৫% ক্রম হ্রাসমানে ২৪ কিস্তিতে ঋণ প্রদান করে আসছেন, বর্তমানে কাউখালীতে ১৫ টি বায়োগ্যাস প্লান্ট এর মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ প্রকল্পের মাধ্যমে ৬টি ও নিজস্ব অর্থায়নে ৯টি বায়োগ্যাস প্লান্ট চালু রয়েছে।